Saturday, 28 June, 2025
Logo

শরীয়তপুরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালো পতাকা মিছিল

শরীয়তপুর প্রতিনিধি

Published: / Times Read


ছবি - সংগৃহীত

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় নিহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মো. কাশেমের মৃত্যুর ঘটনায় বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শরীয়তপুরে কালো পতাকা মিছিল এবং মোটরসাইকেল শোডাউন করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে শরীয়তপুরের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে জাতীয় নাগরিক কমিটি শরীয়তপুর সদর উপজেলা শাখার ১ নং প্রতিনিধি মোক্তার হোসেন সবুজ তালুকদার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার আহবায়ক ইমরান আল নাজিরের নেতৃত্বে শহরে একটি মিছিল ও শোডাউন বের করা হয়।

এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার সদস্য সচিব সাজ্জাদ হোসেন শোভন, মূখ্য সংগঠক আমিন মোহাম্মদ জিতু সহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

জাতীয় নাগরিক কমিটি শরীয়তপুর সদর উপজেলা শাখার ১ নং প্রতিনিধি মোক্তার হোসেন সবুজ তালুকদার বলেন, "যারা শিক্ষার্থীদের হত্যা করে তাদের বাংলাদেশে কোনো ঠাঁই নাই। এই পবিত্র মাটিতে তাদের কোনো জায়গা দেওয়া হবে না। আমারা ঐক্যবদ্ধ হয়েছি, সামনে এগিয়ে যাবো। পতিত স্বৈরাচারী শেখ হাসিনার দল আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে।"

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার আহবায়ক ইমরান আল নাজির বলেন, গনহত্যাকারী আওয়ামী লীগ কোনোভাবেই এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বিচারের আগে আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করার অধিকার রাখে না। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনারা অতিদ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে দেশকে কলংক মুক্ত করুন।

Share

More News


Most Read