Saturday, 28 June, 2025
Logo

ঢাকায় ইয়েস কার্ড পেলো ২০ কিশোর ক্বারী


Published: / Times Read


ছবি - সংগৃহীত

ঢাকা প্রতিনিধিঃ

জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 'আমানসিম সাওতুল কোরআন-২০২৫'-এর ঢাকার অডিশন অনুষ্ঠিত হয়েছে। এটি আয়োজনের ১০ম আসর। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে এই অডিশন সম্পন্ন হয়।

অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী আবু সালেহ মুহাম্মদ মুসা এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী আবুজর গিফারী।

বিচারকদের সূক্ষ্ম বিচার বিশ্লেষণের মাধ্যমে সেরা ২০ জন প্রতিযোগীকে ইয়েস কার্ড দিয়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়। পাশাপাশি ১২ জন প্রতিযোগীকে রাখা হয়েছে অপেক্ষমান তালিকায়।

প্রজাপতি মিডিয়া লিমিটেডের প্রযোজনায় এই প্রতিযোগিতা রমজান মাসজুড়ে এসএ টিভিতে সম্প্রচারিত হবে।

জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবে ৩ লাখ টাকা, দ্বিতীয় স্থান ২ লাখ, তৃতীয় স্থান ১ লাখ এবং চতুর্থ স্থান পাবে নগদ ৫০ হাজার টাকা। এছাড়াও অংশগ্রহণকারী সবাইকে দেওয়া হবে সম্মাননা ও গিফট হ্যাম্পার।

Share

More News


Most Read